০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ইসলামী সমাজের আটক নেতা-কর্মীরা আল্লাহর ইচ্ছায় মুক্তি পাবেন: আমীর

  • আপডেট: ০৮:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীরা মহান আল্লাহর ইচ্ছায় মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা ইসলামবিরোধী মতবাদ এবং আল-কুরআনবিরোধী সংবিধান। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পদ্ধতিতে আল-কুরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী সমাজ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজারসংলগ্ন খানবাড়ী বালুর মাঠে “ইসলামবিরোধী সকল মতবাদ ও আল-কুরআনবিরোধী সংবিধানসহ সকল প্রকার দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে” শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী ইসলামী সমাজের ছয়টি টিম প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত ৭ জানুয়ারি পঞ্চগড় জেলা শহরে প্রচারকালে ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়মান কবীর, রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠু, সহকারী দায়িত্বশীল হুমায়ূন কবীর এবং পঞ্চগড় জেলা দায়িত্বশীল নুরুল ইসলামকে পঞ্চগড় সদর থানা পুলিশ আটক করে।

তিনি এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, এ বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ না করে ধৈর্য ও ক্ষমার নীতিতে অটল থেকে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখা হবে। বর্তমানে আটক নেতা-কর্মীরা জেলহাজতে রয়েছেন; আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা হলেই তারা মুক্তি পাবেন।

বিবৃতিতে তিনি সকলকে ধৈর্য ধারণ, আটক নেতা-কর্মীদের জন্য দোয়া এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ইসলামী সমাজের আটক নেতা-কর্মীরা আল্লাহর ইচ্ছায় মুক্তি পাবেন: আমীর

আপডেট: ০৮:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীরা মহান আল্লাহর ইচ্ছায় মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা ইসলামবিরোধী মতবাদ এবং আল-কুরআনবিরোধী সংবিধান। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পদ্ধতিতে আল-কুরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী সমাজ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজারসংলগ্ন খানবাড়ী বালুর মাঠে “ইসলামবিরোধী সকল মতবাদ ও আল-কুরআনবিরোধী সংবিধানসহ সকল প্রকার দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে” শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী ইসলামী সমাজের ছয়টি টিম প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত ৭ জানুয়ারি পঞ্চগড় জেলা শহরে প্রচারকালে ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়মান কবীর, রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠু, সহকারী দায়িত্বশীল হুমায়ূন কবীর এবং পঞ্চগড় জেলা দায়িত্বশীল নুরুল ইসলামকে পঞ্চগড় সদর থানা পুলিশ আটক করে।

তিনি এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, এ বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ না করে ধৈর্য ও ক্ষমার নীতিতে অটল থেকে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখা হবে। বর্তমানে আটক নেতা-কর্মীরা জেলহাজতে রয়েছেন; আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা হলেই তারা মুক্তি পাবেন।

বিবৃতিতে তিনি সকলকে ধৈর্য ধারণ, আটক নেতা-কর্মীদের জন্য দোয়া এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।