‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৫
- আপডেট: ০১:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মিলন (২৮), তানভীর (২১), রমজান আলী (৪০), বশির (৩৪), নান্টু কাইয়ুম (২৮),স্বপন (৩০), স্বপন (২৬), জানু (২৬), সালাম উল্টা সালাম (৪০), রাজু (৩৬) ও মাসুম (২৮)। এদের মধ্যে মাদক মামলায় ৪ জন,পরোয়ানা – ৪ জন( পরোয়ানা তামিল ৯ টি),বিভিন্ন আইনে -৩ জন। গ্রেফতারকালে ১০০ পুরিয়া হেরোইন,৬২৪ পিচ ইয়াবা ট্যাবলেট,বিক্রয় লব্ধ অর্থ -২৯,২০০/৪ স্মার্ট মোবাইল ফোন এবং ১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. সজল আকন (২৬)মো. হৃদয় (২৬),মো. আব্দুল গনি (৩০), মো. পলাশ (২৫), মো. কায়েস (২০), মো. সাজ্জাদ আহমেদ (১৯),মো. বিল্লাল হোসেন (২৮), মো. আলামিন (২৪),মো. সৌরভ (১৯), মো. সাকিব (২৬),মো. আল আমিন (২৮), মো. সোহাগ খাঁন (২২), কর্ণেল (১৯) ও মো. সুজন হোসেন (৩০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















