১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১০:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের দাম আনুমানিক নয় লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিরা হলো— শফিউল্লাহ হাওলাদার ও দুলাল হাওলাদার।

সোমবার(১২ জানুয়ারি) ভোরে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে উত্তরা পূর্ব থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৬ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসার নিচ তলায় মাদকদ্রব্য মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলমের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ার সহ দুই জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজন মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১০:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের দাম আনুমানিক নয় লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিরা হলো— শফিউল্লাহ হাওলাদার ও দুলাল হাওলাদার।

সোমবার(১২ জানুয়ারি) ভোরে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে উত্তরা পূর্ব থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৬ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসার নিচ তলায় মাদকদ্রব্য মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলমের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ার সহ দুই জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।