আর্ত মানবতার সেবায় র্যাব : রাউজানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট: ১০:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আর্ত মানবতার সেবায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুর ১২টায় রাউজান উপজেলার নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন র্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।
এ সময় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মোট ৩০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ,মাদক,অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতারসহ সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অপরাধ দমনের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বাহিনীটি।
র্যাব সূত্র জানায়,প্রতিবছরের মতো চলতি শীত মৌসুমেও চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস। দুর্যোগ ও দুঃসময়ে জনগণের পাশে থাকা র্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকৃত শীতার্ত অসহায় মানুষ র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যাব ফোর্সেস জানিয়েছে,জনস্বার্থে জনগণের সেবায় তারা সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





















