সাত কলেজের শিক্ষার্থীদের আবারও তিন মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ
- আপডেট: ০২:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আবারও তিনটি মোড়ে অবরোধ করেছেন। এতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ যাত্রী-চালকেরা।
শিক্ষার্থীরা দুপুর ১২টা ৪৫ মিনিটে অবরোধ কর্মসূচি শুরু করেন। তারা সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পরিচালনা করেন।
অবরোধের সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে এখনো কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এ অবরোধে নেমেছেন।
শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “পূর্ববর্তী সরকার ২০১৭ সালে ন্যাশনাল কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে গেছে, যা আমাদের ওপর প্রভাব ফেলেছে। আমাদের রেজাল্ট নিতে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হয়, কিন্তু ঢাবি ও কলেজ উভয়ই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এরপর সরকার ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা করে, ভর্তি পরীক্ষা নেয়, কিন্তু অধ্যাদেশ এখনও জারি করেনি। এটি শিক্ষার্থীদের জন্য বৈধ নয়।”
শিক্ষার্থীরা দাবি করেছেন, ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়া সত্ত্বেও অধ্যাদেশ না জারি হওয়ায় তারা ক্লাস করতে পারছেন না এবং রেজাল্ট পাচ্ছেন না। তাদের মতে, সরকার চূড়ান্ত অধ্যাদেশ জারি করে পরিস্থিতি সমাধান করুন, এটাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুততম সময়ে মন্ত্রিপরিষদ ও লেজিসলেটিভ বিভাগের অনুমোদনের পর এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।




















