ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, অ্যাকশনে পুলিশ
- আপডেট: ০২:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা এখনও চলমান আছে।
সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এবং গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। দু’পক্ষকে আলাদা রেখে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশের উপস্থিতিতে আইডিয়ালের শিক্ষার্থীরা পিছু হটলেই রাস্তা ছাড়েনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার কলেজ ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
আজ বৃহস্পতিবার আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে এলে তার সহপাঠীরা ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়, যা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম-পরিচয় জানা যায়নি।


















