নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৫৩
- আপডেট: ০৩:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৩ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ঊনসত্তর লক্ষ তেইশ হাজার পাঁচশত সাতাশ মিটার অবৈধ জাল,৪ হাজার ছয়শত চৌত্রিশ কেজি মাছ,১ হাজার দুইশত পিস বাগদা রেণুর পোনা,৩০০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৪৭ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।। এ সময় ২টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ২৫৩ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ৩৫টি মৎস্য আইন,৭টি বেপরোয়া গতি আইন,৭টি অপমৃত্যু,৫ টি বালুমহাল,২টি চুরি,১ টি জুয়া আইন, ১টি মাদক আইন,১টি চাঁদাবাজি এবং ৩টি হত্যা মামলাসহ মোট ৬২টি মামলা দায়ের করা হয় এবং ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


















