ভোটের আগে–পরে ৭ দিন মাঠে থাকবে আইন–শৃঙ্খলা বাহিনী
- আপডেট: ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে মোট সাত দিন আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আইন–শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—এই সাত দিন আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়ের মধ্যে পুলিশ, আনসার ও ভিডিপি, সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ড মোতায়েন থাকবে।
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। দেশের ৩০০ সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে প্রায় ২ লাখ ৬০ হাজার।
প্রাথমিক সভায় প্রতিটি ভোটকেন্দ্রে আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে ভোটের নিরাপত্তায় ৭ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে শুধু ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ সদস্য। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা থাকবে ৯০ হাজারের বেশি। এ ছাড়া পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড নির্বাচনী নিরাপত্তায় সহায়ক ভূমিকা পালন করবে।





















