০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যৌথ অভিযান: পল্লবীতে ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগম ও ৩ সহযোগী গ্রেফতার,অস্ত্র-গুলি-হেরোইন উদ্ধার

  • আপডেট: ১২:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী থানাধীন পূর্ব কুর্মিটোলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি পিস্তল,গুলি,হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’শাহজাদী বেগম ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা।

মিরপুর সেনা ক্যাম্পের সহযোগিতায় বৃহস্পতিবার(০৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত শাহজাদী বেগমের দোতলা বাড়িতে এই অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার(০৯ জানুয়ারি) সকালে পল্লবী থানার একটা সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহানের নেতৃত্বে শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত শাহজাদী বেগমের দোতলা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন)সহ এক প্লাটুন পুলিশ ফোর্স অংশ নেয়। অভিযানে মিরপুর সেনা ক্যাম্পের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যও সহযোগিতা করেন।

পুলিশ জানায়,অভিযানে শাহজাদী বেগমের বাড়ির নিচতলার দুটি শয়নকক্ষ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪৬০ গ্রাম হেরোইন,৫৮০ গ্রাম গাঁজা ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এ সময় শাহজাদী বেগম ছাড়াও তার সহযোগী মো.রনি, মো.ইসলাম ও বেলিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের সবার ঠিকানা পল্লবী থানাধীন সেকশন-১২,ব্লক-ডি,পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে,শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যৌথ অভিযান: পল্লবীতে ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগম ও ৩ সহযোগী গ্রেফতার,অস্ত্র-গুলি-হেরোইন উদ্ধার

আপডেট: ১২:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী থানাধীন পূর্ব কুর্মিটোলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি পিস্তল,গুলি,হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’শাহজাদী বেগম ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা।

মিরপুর সেনা ক্যাম্পের সহযোগিতায় বৃহস্পতিবার(০৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত শাহজাদী বেগমের দোতলা বাড়িতে এই অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার(০৯ জানুয়ারি) সকালে পল্লবী থানার একটা সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহানের নেতৃত্বে শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত শাহজাদী বেগমের দোতলা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন)সহ এক প্লাটুন পুলিশ ফোর্স অংশ নেয়। অভিযানে মিরপুর সেনা ক্যাম্পের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যও সহযোগিতা করেন।

পুলিশ জানায়,অভিযানে শাহজাদী বেগমের বাড়ির নিচতলার দুটি শয়নকক্ষ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪৬০ গ্রাম হেরোইন,৫৮০ গ্রাম গাঁজা ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এ সময় শাহজাদী বেগম ছাড়াও তার সহযোগী মো.রনি, মো.ইসলাম ও বেলিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের সবার ঠিকানা পল্লবী থানাধীন সেকশন-১২,ব্লক-ডি,পূর্ব কুর্মিটোলা ক্যাম্প এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে,শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।