স্বর্ণে যাদুঘর গড়ার ব্যানার হাতে ধানমন্ডি ৩২-এ ঘোরাফেরা, পুলিশের হাতে আটক
- আপডেট: ১২:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ব্যানারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম–হাসান তারেক মোল্লা ওরফে মোল্লা তারু। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।
শুক্রবার(০৯ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার একটি সূত্র।
পুলিশ সূত্র জানায়,শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধানমন্ডি মডেল থানাধীন ৩২ নম্বর এলাকায় টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনক গতিবিধির কারণে তারেক হাসান মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা।
আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, “নাম পরিবর্তন, বঙ্গ অস্তিত্ব যাদুঘর। এই যাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঘোষণায়, মোল্লা তারু।”
পরবর্তীতে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















