গলাচিপায় ক্ষমতা বলে টিকে আছে দুর্নীতিবাজ উপজেলা কৃষি অফিসার সহ ৩ উপ সহকারী

- আপডেট: ০৭:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ২৭
কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী :
পটুয়াখালী গলাচিপা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার, উপসহকারী কৃষি অফিসার মোঃ জাকির খান,মোঃ সাইদুর রহমান ও নরোত্তম বিশ্বাস এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহমুদুল হাসান ব্যাপক অনিয়ম দূর্নীতি করলেও তাদের লাগাম টানার কেউ নেই বলে জানা গেছে।সুত্রে জানা যায়, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী,বরগুনা, ভোলা শরিয়তপুর ও মাদারীপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থ বছরে গলাচিপা উপজেলায় প্রায় ৫২ লক্ষ টাকা বরাদ্দ আসছে বলে জানা যায়। সুত্রে আরও জানা গেছে, প্রদর্শনী ভূক্ত কৃষকদের মধ্যে উক্ত বরাদ্দ অনুযায়ী সার,বীজ ও অন্যান্য উপকরণ তাঁরা বিতরণ করেন নাই বলে জানা যায়। তাছাড়া চাষীদের নামে বরাদ্দকৃত আন্তঃ পরিচর্যা খরচ,বেড়া তৈরী খরচ,মাচা তৈরী খরচ, পরিবহন খরচ ও কীটনাশক আদৌ দেওয়া হয় নাই বলে জানা যায়। উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার উল্লেখিত এস এও গনের মাধ্যমে ভূয়া মাস্টার রোল এবং বিল ভাউচার তৈরী করে টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। উক্ত প্রকল্পের সুবিধাভোগী প্রতিজন চাষীর প্রশিক্ষণ মাস্টার রোলে দেয়া স্বাক্ষর, আন্তঃ পরিচর্যা বিতরণ ভাউচারে স্বাক্ষর, বেড়া তৈরী ভাউচারে স্বাক্ষর, মাচা তৈরী ভাউচারে স্বাক্ষর, পরিবহন ও কীটনাশক বিতরণের ভাউচারে স্বাক্ষর, মালামাল বিতরণে স্টক রেজিষ্টারে স্বাক্ষর, প্রদর্শনী রেজিষ্টারে স্বাক্ষর এক এক যায়গায় এক এক রকম পাওয়া যাবে ( জাল স্বাক্ষর) বলে জানা যায়। এছাড়া চাষীর নামে বিকাশে টাকা পরিশোধের মোবাইল নম্বর যাচাই সহ বিতরণকৃত টাকা ও উপকরণের পরিমাণ এর বিষয়ে চাষীর কাছে চাইলে তাঁরা অনিয়ম- দূর্নীতি করেছেন কি করেন নাই তাঁর সত্যতা পাওয়া যাবে বলে জানা যায়। পাঠক মহল চোখ রাখুন দৈনিক সোনালী খবর এর প্রতিটি সংখ্যার দিকে গলাচিপা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার ও উপসহকারী কৃষি অফিসার মোঃ জাকির খান, মোঃ সাইদুর রহমান এবং নরোত্তম বিশ্বাস ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহমুদুল হাসান এর করা বাকী অনিয়ম- দূর্নীতির খবর প্রকাশ পাবে।(চলবে)।