ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৫
- আপডেট: ০২:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,আকাশ (২৩), ইমরান হোসেন শুভ (২১),মিনহাজ উদ্দিন তন্ময় (২৫), মিঠু (১৮),আনোয়ার হোসেন কাল্লু (২৯), আকাশ (২৮),জিহাদ (২২), নাহিদ (২৩), সৌরভ (২১), আসিফ (২৫), রাজন (২৪), সনু (২৫),তাইয়্যাব রহমান শ্রাবণ (২০), বিল্লাল (২০), আলামিন (২৪), তাহের (২২) ও সোহাগ ইসলাম (২০)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন,মাদক মামলায় ৪ জন, বিস্ফোরক ও খুন ১ জন, দূস্যতা মামলায় ১ জন, পরোয়ানা ১ জন( পরোয়ানা তামিল -৬ টি) সহ বিভিন্ন আইনে ৮ জন। গ্রেফতারকালে ১ টি সামুরাই,২৫ পিস ইয়াবা ট্যাবলেট,১৫০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. মিজানুর রহমান (৩৫),মো. শরীফ আহম্মেদ (৫৯), মো. বাবলু মিয়া লাভীম (২০), মো. মনরুল ইসলাম (৩০), মো. মোংলা (৫০), মো. সামিউল আকন্দ (৩০),মো. মেহেদী হাসান রবিন (২২) ও মো. রহমত উল্লাহ সাজু (১৯)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















