০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার

  • আপডেট: ০৫:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মো.কালু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ,হত্যা, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার(১৭ জানুয়ারি) বিকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে অভিযানকালে পালানোর চেষ্টাকালে আহত হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার পুনরায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অপহরন, হত্যা, বিস্ফোরক, মাদক ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া একটি মামলা বর্তমানে পল্লবী থানায় তদন্তাধীন আছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশা জীবি মানুষদের অপহরণ করে মালামাল লুন্ঠন করে নিতো। এছাড়া বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করে চাঁদাবাজি করতো।

এর আগে গত মাসে পল্লবী থানাধীন ১১ নং সেকশন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি পরিত্যক্ত ভবনে বোমা কাল্লুকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বোমা কাল্লু পালিয়ে গেলেও সেখান থেকে তিনটা বিদেশি পিস্তল ও বিপুল গুলি উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার

আপডেট: ০৫:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মো.কালু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ,হত্যা, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার(১৭ জানুয়ারি) বিকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে অভিযানকালে পালানোর চেষ্টাকালে আহত হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার পুনরায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অপহরন, হত্যা, বিস্ফোরক, মাদক ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া একটি মামলা বর্তমানে পল্লবী থানায় তদন্তাধীন আছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশা জীবি মানুষদের অপহরণ করে মালামাল লুন্ঠন করে নিতো। এছাড়া বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করে চাঁদাবাজি করতো।

এর আগে গত মাসে পল্লবী থানাধীন ১১ নং সেকশন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি পরিত্যক্ত ভবনে বোমা কাল্লুকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বোমা কাল্লু পালিয়ে গেলেও সেখান থেকে তিনটা বিদেশি পিস্তল ও বিপুল গুলি উদ্ধার করা হয়।