০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৫৪

  • আপডেট: ১২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি আট লক্ষ ঊনষাট হাজার তিনশত পঁচানব্বই মিটার অবৈধ জাল, ৩ হাজার পাঁচশত চুয়াত্তর কেজি মাছ, ২০ কেজি কাঁকড়া, ৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৬০ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৯ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।। এ সময় ২টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৫৩টি মৎস্য আইন, ১১টি বেপরোয়া গতি আইন, ১টি অপমৃত্যু, ১ টি বালুমহাল, ১ টি অপহরণ, ২টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭০টি মামলা দায়ের করা হয় এবং ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৫৪

আপডেট: ১২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি আট লক্ষ ঊনষাট হাজার তিনশত পঁচানব্বই মিটার অবৈধ জাল, ৩ হাজার পাঁচশত চুয়াত্তর কেজি মাছ, ২০ কেজি কাঁকড়া, ৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৬০ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮৯ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।। এ সময় ২টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৫৩টি মৎস্য আইন, ১১টি বেপরোয়া গতি আইন, ১টি অপমৃত্যু, ১ টি বালুমহাল, ১ টি অপহরণ, ২টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭০টি মামলা দায়ের করা হয় এবং ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।