০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ে খাঁটিহাতায় মতবিনিময় সভা

  • আপডেট: ০৬:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের উদ্যোগে সিলেটের খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) খাঁটিহাতা হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (অপারেশনস) মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাসড়কে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।

এ সময় মহাসড়কে যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ে খাঁটিহাতায় মতবিনিময় সভা

আপডেট: ০৬:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের উদ্যোগে সিলেটের খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) খাঁটিহাতা হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (অপারেশনস) মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাসড়কে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।

এ সময় মহাসড়কে যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।