টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
- আপডেট: ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল উক্ত এলাকায় অভিযান শুরু করে। এ সময় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ সিএনজিটি জব্দ এবং একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















