সেমস-গ্লোবালের আয়োজনে টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৫ শুরু
- আপডেট: ০৫:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে রাজধানীর পূর্বাচলে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ-এর আয়োজনে শুরু হওয়া এই আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান।
‘২৪তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’–এর অংশ হিসেবে তিনটি বৃহৎ প্রদর্শনী চলছে—টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো,ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো (সামার এডিশন) এবং ৪৮তম ডাই-কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) বেবী রানি কর্মকার, বিডার মহাপরিচালক (যুগ্ম সচিব) মুজিব-উল-ফেরদৌস, বিকেএমইএ সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং বিজিএমইএ সহ-সভাপতি (ফাইন্যান্স) মিজানুর রহমান।
প্রদর্শনীতে ২২৪৫টিরও বেশি বুথে বিশ্বের নানা দেশের প্রায় ১,৪৭৫ কোম্পানি অংশ নিয়েছে। এতে রয়েছে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে ব্যবহৃত আধুনিক মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, পরিবেশবান্ধব কেমিক্যালস এবং নানা প্রযুক্তিনির্ভর সমাধান।
আয়োজকরা জানান, এটি দেশের সবচেয়ে বড় বিজনেস-টু-বিজনেস (B2B) প্ল্যাটফর্ম, যেখানে দেশি-বিদেশি ক্রেতা ও সরবরাহকারীরা সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক আলোচনার সুযোগ পাচ্ছেন। ফলে বিদেশে গিয়ে অংশীদার খোঁজার প্রয়োজন নেই—একই ছাদের নিচে মিলছে সব সুযোগ।
প্রদর্শনীর মাধ্যমে দেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের আধুনিকায়নে সহায়ক যন্ত্রপাতি ও সমাধানসমূহ উপস্থাপন করা হচ্ছে। এতে রয়েছে অটোমেশন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স অনুযায়ী টেকসই রাসায়নিক ব্যবহার সংক্রান্ত নতুন উদ্ভাবন।
ডাই-কেম এক্সপোতে পরিবেশবান্ধব,বায়োডিগ্রেডেবল কেমিক্যালস ও সার্কুলার ইকোনমি সমাধান প্রদর্শিত হচ্ছে। আয়োজকদের মতে,এগুলো ভবিষ্যতের শিল্প কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চার দিনের এ আয়োজনে থাকছে পাঁচটি আন্তর্জাতিক সেমিনার, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে পরিচিত হতে পারছেন।
সেমস-গ্লোবাল ইউএসএ–এর প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম জানান, বর্তমানে বৈশ্বিক বাজারে টেক্সটাইল সরবরাহ চেইন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। আমাদের এই প্রদর্শনী দেশি উদ্যোক্তাদের বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার কার্যকর প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, গত ২৫ বছর ধরে সেমস-গ্লোবাল বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও ব্যবসায়িক সংযোগের জন্য নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে আসছে।





















