মাহবুবুর রহমান ডাবলু’র উদ্যোগে আরও চারশতাধিক রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
- আপডেট: ০৭:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও কলেজটির ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি এবং নওগাঁ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান মানবিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের পরিচালনায় এদিন চার শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা,ঔষধ ও চশমা দেওয়া হয়েছে। এছাড়া যে সকল রোগীর ছানি অপারেশন করে কন্টাক্ট লেন্স সংযোজন করতে হবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আগামী সোমবার তাদেরকে অপারেশনের জন্য জয়পুরহাট খনজনপুর মিশন চশমা হাসপাতালে পাঠানো হবে। সেখানে বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজন শেষে আবার নিজ এলাকায় পৌঁছে দেয়া হবে।
মাহবুবুর রহমান ডাবলু জানান,পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে একইভাবে বিনামূল্যে এই চক্ষু শিবির কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আগে গত ১৪ অক্টোবর মাহবুবুর রহমান ডাবলুর উদ্যোগে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ শিবিরে জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল উপস্থিত থেকে ৫ শতাধিক রোগীকে— চোখের ছানি অপারেশন, কৃত্রিম লেন্স প্রতিস্থাপনসহ,চোখের অন্যান্য রোগের সুচিকিৎসা ও ঔষুধ প্রদান করেন। এদের মধ্য থেকে ৩১ জনকে বাছাই করে জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালে তাদের বিনামূল্যে অপারেশন করে লেন্স সংযোজন করা হয়।
মাহবুবুর রহমান বলেন,চোখ একটি অমূল্য সম্পদ। তবে পর্যাপ্ত যত্ন না নেওয়া,অবহেলার কারণে মানুষ স্বচ্ছ দৃষ্টিশক্তি পাই না। নিজ এলাকার রোগীদেরকে এই দিতে পেরে আমি ধন্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের নিকট জনপ্রিয় করতে এ ধরনের জনসেবামূলক কাজে সকলেরই সম্পক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক এ সভাপতি। তিনি জানান,বিএনপিকে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে এ ধরনের জনসচেতনামূলক ও জনবান্ধবমূলক কাজের সঙ্গে সম্পক্ত হতে আগ্রহী তিনি।















