০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৬জন গ্রেফতার

  • আপডেট: ০৪:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,খালিদ হাসান মিলু (২৪) মো.আরমান ( ৩৬),মো.রুবেল মিয়া (৪০) মো.আতিক (২৮),মো.জিয়া (২৭),শাহাবুদ্দিন ( ১৯),ইয়াসমিন আক্তার (২৬),মো. জাহিদ (২৬),মো.রাহাত (২০),নবীউল হাসান হৃদয় ( ২৪), অন্নয় হাসান জামিল ( ২২),রমজান (১৯),আরাফ আহমেদ শাফি (২৪),মো.রাসেল (২৫),আব্দুল মুক্তাদির (৩৫), মো.সাদ্দাম হোসেন (২৬),মো.শাকিল (২২),মো.ইসহাক (৩৫),হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫),মো. আকাশ উরফে সেতু (২৬),মো.বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০),মো. মোতালেব হোসেন ( ২৩),রাব্বি (২২),সাজু ( ২২),আরিফ (২৪) ও ইমন (২৫)। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট,১৬গ্রাম হেরোইন,চা-পাতি দুইটি ও চাকু তিনটি উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (৩ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৬জন গ্রেফতার

আপডেট: ০৪:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,খালিদ হাসান মিলু (২৪) মো.আরমান ( ৩৬),মো.রুবেল মিয়া (৪০) মো.আতিক (২৮),মো.জিয়া (২৭),শাহাবুদ্দিন ( ১৯),ইয়াসমিন আক্তার (২৬),মো. জাহিদ (২৬),মো.রাহাত (২০),নবীউল হাসান হৃদয় ( ২৪), অন্নয় হাসান জামিল ( ২২),রমজান (১৯),আরাফ আহমেদ শাফি (২৪),মো.রাসেল (২৫),আব্দুল মুক্তাদির (৩৫), মো.সাদ্দাম হোসেন (২৬),মো.শাকিল (২২),মো.ইসহাক (৩৫),হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫),মো. আকাশ উরফে সেতু (২৬),মো.বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০),মো. মোতালেব হোসেন ( ২৩),রাব্বি (২২),সাজু ( ২২),আরিফ (২৪) ও ইমন (২৫)। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট,১৬গ্রাম হেরোইন,চা-পাতি দুইটি ও চাকু তিনটি উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (৩ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।