দলিল জালিয়াতি মামলায় দলিল লেখক মাহমুদুল হাসান কারাগারে
- আপডেট: ০৭:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুনামগঞ্জের ছাতকে দলিল জালিয়াতির অভিযোগে দলিল লেখক মাহমুদুল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়,ছাতকের নছরতপুর গ্রামের ডাক্তার সোহেল মিয়া বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ছাতক সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক মাহমুদুল হাসান, তার স্ত্রী নাদিরা খান,দলিল লেখক লায়েক মিয়া ও আবুল কালাম খানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা ও জাল দলিল প্রণয়নের অভিযোগে সুনামগঞ্জের ছাতক আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা সিআর ৭৮/২৫(ছাতক) দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অদ্য ২ নভেম্বর, রবিবার, আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হন।
তদন্ত প্রতিবেদন ও উপস্থাপিত দলিলিক সাক্ষ্যপ্রমাণের ওপর বিস্তারিত শুনানি শেষে সুনামগঞ্জের মাননীয় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রধান আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও জাল দলিল সৃজনের অভিযোগের সত্যতা পান এবং তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে বাকি আসামিদের অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে।
বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, এডভোকেট সৈয়দ শাফাত আহমদ এবং এডভোকেট হুমায়ুন কবির।
বাদীপক্ষ ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ আদালতে আরও একাধিক জালজালিয়াতি ও মিথ্যা দলিল প্রণয়ন সংক্রান্ত মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এসব মামলাতেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।


















