৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা: মোবাইল ব্যাংকিং পিন শেয়ার না করার আহ্বান
- আপডেট: ০৫:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টের পিন নম্বর কোনো অবস্থাতেই শেয়ার না করার আহ্বান জানিয়েছে ৯৯৯ কর্তৃপক্ষ।
বুধবার(৫ নভেম্বর) বিকালে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান মহিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সম্প্রতি প্রতারকচক্র ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ,নগদ,রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চাওয়ার চেষ্টা করছে। অথচ ৯৯৯ থেকে কখনোই কোনো নাগরিকের আর্থিক তথ্য বা পিন নম্বর চাওয়া হয় না। ৯৯৯ শুধুমাত্র পুলিশ,ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা দেওয়ার জন্যই পরিচালিত হয়।
জানা গেছে,আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানার আরপুর বাগানপাড়ায় এমন দুটি প্রতারণার ঘটনা ঘটে। এক ঘটনায় প্রতারকচক্র ৯৯৯ নম্বর ক্লোন করে একজনের ‘নগদ’অ্যাকাউন্টের তথ্য জানতে চায়। সচেতন ওই ব্যক্তি বিষয়টি আসল ৯৯৯ নম্বরে জানানোর পর পুলিশ সহযোগিতা নেয় এবং ঘটনাটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) আকারে নথিভুক্ত হয়।
অন্য এক ঘটনায় এক ব্যক্তিকে বলা হয়,তার বিরুদ্ধে মামলা হয়েছে—এমন ভুয়া তথ্য দিয়ে টাকা দাবি ও বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়।
৯৯৯ কর্তৃপক্ষ জানিয়েছে,এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে নাগরিকদের সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক কল বা বার্তা পেলেই নিকটস্থ থানায় বা ৯৯৯ নম্বরে জানাতে হবে।




















