০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চার জেলায় আনসার–ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম শুরু

  • আপডেট: ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৭৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আনসার–ভিডিপি সদস্য-সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য চার জেলায় বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় আজ শনিবার থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসব ক্যাম্পেইনের মাধ্যমে আনসার–ভিডিপি সদস্য ও তাদের পরিবারবর্গ সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

জানা গেছে, শনিবার ক্যাম্পেইনের প্রথম ধাপে বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন।

আনসার–ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসব সদস্য এবং তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বাহিনী নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করে, যার বাস্তব প্রতিফলন হিসেবেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এই চিকিৎসাসেবা কর্মসূচির আওতায় চক্ষু ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি দন্ত বিশেষজ্ঞদের মাধ্যমে আধুনিক দাঁতের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও সাধারণ রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চার জেলায় আনসার–ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম শুরু

আপডেট: ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আনসার–ভিডিপি সদস্য-সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য চার জেলায় বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় আজ শনিবার থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসব ক্যাম্পেইনের মাধ্যমে আনসার–ভিডিপি সদস্য ও তাদের পরিবারবর্গ সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

জানা গেছে, শনিবার ক্যাম্পেইনের প্রথম ধাপে বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন।

আনসার–ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসব সদস্য এবং তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বাহিনী নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করে, যার বাস্তব প্রতিফলন হিসেবেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এই চিকিৎসাসেবা কর্মসূচির আওতায় চক্ষু ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি দন্ত বিশেষজ্ঞদের মাধ্যমে আধুনিক দাঁতের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও সাধারণ রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।