০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রের মুখ চেপে ধরার ছবিটি এআই দিয়ে তৈরি, ডিএমপির নিন্দা

  • আপডেট: ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলমকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়,তিনি একজন ছাত্রের মুখ চেপে ধরছেন — তবে তদন্তে জানা গেছে, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ভুয়া ছবি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

ডিএমপি জানায়,ছবিটি গভীরভাবে পর্যালোচনা করে দেখা গেছে এটি সম্পূর্ণরূপে এআই প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট এবং বাস্তবতার সঙ্গে কোনো সংযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এই ধরনের ছবি তৈরি ও প্রচারের ঘটনাকে ডিএমপি তীব্রভাবে প্রতিবাদ ও নিন্দা জানায়।”

এছাড়া এ ধরনের মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছাত্রের মুখ চেপে ধরার ছবিটি এআই দিয়ে তৈরি, ডিএমপির নিন্দা

আপডেট: ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলমকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়,তিনি একজন ছাত্রের মুখ চেপে ধরছেন — তবে তদন্তে জানা গেছে, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ভুয়া ছবি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

ডিএমপি জানায়,ছবিটি গভীরভাবে পর্যালোচনা করে দেখা গেছে এটি সম্পূর্ণরূপে এআই প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট এবং বাস্তবতার সঙ্গে কোনো সংযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এই ধরনের ছবি তৈরি ও প্রচারের ঘটনাকে ডিএমপি তীব্রভাবে প্রতিবাদ ও নিন্দা জানায়।”

এছাড়া এ ধরনের মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।