বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের শোক
- আপডেট: ০৯:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যরা।
৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এইচ. এম. শফিকুর রহমান ও সদস্য সচিব রুবেল হক স্বাক্ষরির এক শোকবার্তায় বলা হয়, গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সিভিল সার্ভিস ৩৬তম ব্যাচ প্রশাসন ক্যাডারের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) ফেরদৌস আরা আজ সকাল ৭ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এই শোকাবহ মুহূর্তে ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের সকল সদস্য গভীরভাবে শোকাহত জানিয়ে মরহুমার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপনের কথা বলা হয়েছে শোকবার্তায়।
ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তিনি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তার পৈতৃক বাড়ি চাঁদপুরে, জন্ম ঢাকায়। রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায় বসবাস করতেন তিনি। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি এলাকায়।
মৃত্যুকালে তিনি স্বামী, সাত বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




















