মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১১ পাচারকারী আটক
- আপডেট: ০৭:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বহনের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি মধ্যরাত আনুমানিক ১টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দিন’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা আনুমানিক ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যমানের ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
এ সময় পাচার কাজে জড়িত ১১ জনকে আটক করা হয়। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















