০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট: ০৯:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

গাজীপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.রবিউল হাসানকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন সিটি কর্পোরেশন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এটিইউএর পুলিশ সুপার মোছা.শিরিন আক্তার জাহান।

তিনি জানান,গ্রেফতারকৃত রবিউল হাসানের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামে। তিনি ওই থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পলাতক আসামী ছিলেন। আদালতের রায়ে এ বছরের ৩ জুলাই লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এটিইউ জানায়,রবিউল হাসান দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। অবশেষে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে,গ্রেফতার রবিউল রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামী।

গ্রেফতারের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গাজীপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট: ০৯:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

গাজীপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.রবিউল হাসানকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন সিটি কর্পোরেশন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এটিইউএর পুলিশ সুপার মোছা.শিরিন আক্তার জাহান।

তিনি জানান,গ্রেফতারকৃত রবিউল হাসানের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামে। তিনি ওই থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পলাতক আসামী ছিলেন। আদালতের রায়ে এ বছরের ৩ জুলাই লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এটিইউ জানায়,রবিউল হাসান দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। অবশেষে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে,গ্রেফতার রবিউল রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামী।

গ্রেফতারের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।