০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চলবে চারদিন: ঢাকায় বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু: গুরুত্ব পাবে চোরাচালান, সীমান্ত হত্যা, নদী ব্যবস্থাপনা ইস্যু

  • আপডেট: ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের— বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছেন।

অন্যদিকে,বিএসএফের মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন ভারতের ১১ সদস্যের প্রতিনিধিদলে।

বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন— স্বরাষ্ট্র,পররাষ্ট্র,নৌ পরিবহন ও সড়ক বিভাগের প্রতিনিধিরা। এছাড়া ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নিচ্ছেন আলোচনায়।

ভারতীয় দলের সঙ্গে রয়েছে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।

চলতি সম্মেলনে সীমান্ত হত্যা,অনুপ্রবেশ,চোরাচালান,মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধসহ নানা আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি সীমান্ত নদী ব্যবস্থাপনা, নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশবিরোধী খবর প্রকাশের ফলে দুই দেশের সীমান্ত এলাকায় সৃষ্ট উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে।

চলমান সম্মেলনের সমাপ্তি হবে আগামী ২৮ আগস্ট সকালে। একই দিন ভারতীয় প্রতিনিধিদল নিজ দেশে ফিরে যাবে। এর আগে ২৫ আগস্ট ভারতীয় প্রতিনিধি দলটি বাংলাদেশ আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চলবে চারদিন: ঢাকায় বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু: গুরুত্ব পাবে চোরাচালান, সীমান্ত হত্যা, নদী ব্যবস্থাপনা ইস্যু

আপডেট: ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের— বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছেন।

অন্যদিকে,বিএসএফের মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন ভারতের ১১ সদস্যের প্রতিনিধিদলে।

বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন— স্বরাষ্ট্র,পররাষ্ট্র,নৌ পরিবহন ও সড়ক বিভাগের প্রতিনিধিরা। এছাড়া ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নিচ্ছেন আলোচনায়।

ভারতীয় দলের সঙ্গে রয়েছে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।

চলতি সম্মেলনে সীমান্ত হত্যা,অনুপ্রবেশ,চোরাচালান,মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধসহ নানা আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি সীমান্ত নদী ব্যবস্থাপনা, নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশবিরোধী খবর প্রকাশের ফলে দুই দেশের সীমান্ত এলাকায় সৃষ্ট উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে।

চলমান সম্মেলনের সমাপ্তি হবে আগামী ২৮ আগস্ট সকালে। একই দিন ভারতীয় প্রতিনিধিদল নিজ দেশে ফিরে যাবে। এর আগে ২৫ আগস্ট ভারতীয় প্রতিনিধি দলটি বাংলাদেশ আসেন।