নির্বাচন কমিশনের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিকল্পধারা বাংলাদেশ

- আপডেট: ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে এই হিসাব জমা দেয় বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু। বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের সই করা ফরওয়ার্ডিং লেটারসহ অডিট রিপোর্ট জমা দেওয়া হয়।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম (বুলু) বলেন, জনগণ প্রত্যাশা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বর্তমান কমিশন। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন বিগত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থাসহ সব কিছু ধ্বংস করে দিয়েছিল।বর্তমানে ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে আয় ও ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছিল।