চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

- আপডেট: ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২৭ আগস্ট রাতে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন।
সরকারি সফরের অংশ হিসেবে ২০ আগস্ট তিনি চীনে যান। সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি’র স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
২২ আগস্ট পিপলস লিবারেশন আর্মি সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে জেনারেল চেন হুইয়ের সঙ্গে বৈঠকে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং সামরিক শিল্পে চীনের সহায়তা বিষয়ক আলোচনা হয়।
২৩ আগস্ট তিনি চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত সামরিক সরঞ্জামের আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ, এবং সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নরিনকো-এর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান বেইজিংয়ে অবস্থিত পিপলস লিবারেশন আর্মি’র আর্মার্ড ফোর্সেস একাডেমির প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন এই একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা নিয়মিত কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
এছাড়াও, জেনারেল ওয়াকার-উজ-জামান নরিনকো গ্রুপের বেইজিং ও শিয়াং-এ অবস্থিত বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লং-মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং Aisheng UAV Factory-সহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সফরটি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।