০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ,পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট: ০৭:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের পর কিছু লোক এই হামলা চালায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ,টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সন্ধ্যার দিকে বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ এবং পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। তাদের উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর কিছুক্ষণ পরেই কয়েকজন হামলাকারী পেছন থেকে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এরপর তারা ভাঙচুর করে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে। সেই সঙ্গে আগুন নিভিয়ে ফেলার কাজ শুরু হয়। তবে ওই সময় পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুলিশ ওই এলাকায় একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এক বিবৃতিতে দাবি করেছেন,গণঅধিকার পরিষদের বিক্ষোভ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়েছে এবং তারা এই হামলায় কোনও দায় নেন না।

শুক্রবার সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক এবং পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এবং দলের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন, তবে নুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ,পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট: ০৭:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের পর কিছু লোক এই হামলা চালায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ,টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সন্ধ্যার দিকে বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ এবং পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। তাদের উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর কিছুক্ষণ পরেই কয়েকজন হামলাকারী পেছন থেকে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এরপর তারা ভাঙচুর করে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে। সেই সঙ্গে আগুন নিভিয়ে ফেলার কাজ শুরু হয়। তবে ওই সময় পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুলিশ ওই এলাকায় একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এক বিবৃতিতে দাবি করেছেন,গণঅধিকার পরিষদের বিক্ষোভ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়েছে এবং তারা এই হামলায় কোনও দায় নেন না।

শুক্রবার সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক এবং পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এবং দলের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন, তবে নুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।