০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টের দোসররা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট: ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য হয়েছিল সেটি ধরে রাখতে হবে। ঐক্যে যদি ফাটল ধরে তাহলে ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রবিবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,নির্বাচন কতটা সুষ্ঠু,নিরপেক্ষ ও অবাফহ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। আমাদের শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও সুশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাবে। এ বিষয়ে আমরা সম্পন্ন প্রস্তুত।

সবাই সহযোগিতায় অন্তবর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এসময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পুলিশ যদি একটিভ হয় তাহলে বলবে যে পুলিশ ওভার করে ফেলেছে। যেমন গতকাল আগুন ধরায়ে দিছে, এই আগুন ধরানোর আগেই যদি পুলিশ একশানে চলে যায়তো তাহলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল। কিন্তু আগুন ধরার পরে যখন পুলিশ বাধা দিচ্ছে তখন কিন্তু আপনারা কিছু বলেন নাই। কিন্তু নিয়মটা আগুন ধরার আগে একশানে যাওয়া।

উপদেষ্টা জানান,আমরা দায়িত্ব নেওয়ার পরে ১৬০৪ টা অবরোধ হয়েছে ঢাকা ও আশেপাশের রাস্তায়। এগুলো করেছে ১২৩ টা সংগঠন। এগুলো করে তারা জনভোগান্তি ও যানজট সৃষ্টি করে। এজন্য সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর বিভিন্ন মাঠ এবং কিছু পার্টিকুলার জায়গায় এগুলো করার অনুরোধ জানান তিনি।

নির্বাচন যাতে সুষ্ঠু না হয় এজন্য কেউ চেষ্টা করছে কিনা? জানতে চাইলে তিনি বলেন,যে পার্টির কার্যকলাপ নেই তারা চাইবে নির্বাচনটা ভঙ্গ করার জন্য। কারণ এদেরও একটা সংখ্যা রয়ে গেছে। এই সংখ্যা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল এবং জনগন ও আমাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টের দোসররা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য হয়েছিল সেটি ধরে রাখতে হবে। ঐক্যে যদি ফাটল ধরে তাহলে ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রবিবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,নির্বাচন কতটা সুষ্ঠু,নিরপেক্ষ ও অবাফহ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। আমাদের শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও সুশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাবে। এ বিষয়ে আমরা সম্পন্ন প্রস্তুত।

সবাই সহযোগিতায় অন্তবর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এসময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পুলিশ যদি একটিভ হয় তাহলে বলবে যে পুলিশ ওভার করে ফেলেছে। যেমন গতকাল আগুন ধরায়ে দিছে, এই আগুন ধরানোর আগেই যদি পুলিশ একশানে চলে যায়তো তাহলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল। কিন্তু আগুন ধরার পরে যখন পুলিশ বাধা দিচ্ছে তখন কিন্তু আপনারা কিছু বলেন নাই। কিন্তু নিয়মটা আগুন ধরার আগে একশানে যাওয়া।

উপদেষ্টা জানান,আমরা দায়িত্ব নেওয়ার পরে ১৬০৪ টা অবরোধ হয়েছে ঢাকা ও আশেপাশের রাস্তায়। এগুলো করেছে ১২৩ টা সংগঠন। এগুলো করে তারা জনভোগান্তি ও যানজট সৃষ্টি করে। এজন্য সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর বিভিন্ন মাঠ এবং কিছু পার্টিকুলার জায়গায় এগুলো করার অনুরোধ জানান তিনি।

নির্বাচন যাতে সুষ্ঠু না হয় এজন্য কেউ চেষ্টা করছে কিনা? জানতে চাইলে তিনি বলেন,যে পার্টির কার্যকলাপ নেই তারা চাইবে নির্বাচনটা ভঙ্গ করার জন্য। কারণ এদেরও একটা সংখ্যা রয়ে গেছে। এই সংখ্যা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল এবং জনগন ও আমাদের।