ভালো কাজের স্বীকৃতি পেলেন গুলশান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা

- আপডেট: ১১:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ভালো কাজের স্বীকৃতি হিসেবে গুলশান ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ডিসি ট্রাফিক গুলশান মোহাম্মাদ মিজানুর রহমান।
রবিবার (৩১ আগস্ট) পুরস্কার প্রদানকালে তিনি বলেন,ভালো কাজের স্বীকৃতি শুধু পুরস্কার নয়,বরং দায়িত্বশীলতা ও নিষ্ঠার প্রতি অনুপ্রেরণা। এতে সহকর্মীরা আরও উদ্যমী হয়ে দায়িত্ব পালন করবেন এবং নাগরিকরা উন্নত সেবা পাবেন।
অনুষ্ঠানে গুলশান ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিসি ট্রাফিক গুলশান। জুলাই মাসে শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন কাজী আজম মাহমুদ,আব্দুল মতিন ও গুঞ্জন কুমার দে। আর শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন টি এম জালাল হোসেন,নয়ন কারণ ও মো.আশরাফুল ইসলাম।
এ ছাড়া হারানো শিশু উদ্ধার করার জন্য সার্জেন্ট সুজয় বড়ুয়া এবং আহত ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সার্জেন্ট মো.রফিকুল ইসলাম রনিকে বিশেষ আর্থিক পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ডিসি ট্রাফিক গুলশান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।