মোহাম্মদপুর ও আদাবরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২

- আপডেট: ০৩:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো,জুয়েল মোল্লা (৩৬),জিল্লুর রহমান (৪৬),ফয়েজ (১৮),শাহাদাত (২৫),রবিউল (২৬),শামীম (৩৮) ও মাহাবুব (২৪)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতিে মামলায় ১ জন,ডিএমপি ভুক্ত ৪ জন, পরোয়ানা ২ জন।
আদাবর থানা এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো,মো.সায়েম খাঁ (২০),মো.অন্তর (১৯),মো.হৃদয় (১৫),মো.হিমেল (১৮) ও রেজাউল করিম(২১)(১ বছরের সাজা প্রাপ্ত )। এদের মধ্যে ১-৪ নং কে নিয়মিত মামলায়। এবং ০৫ নং সিআর সাজা প্রাপ্ত আসামী ১ বছরের।
এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই,
একটি চাপাতি, একটি চাকু উদ্ধার করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,রবিবার (৩১ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
অন্যদিকে একইদিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।