সিটিটিসির ডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত

- আপডেট: ০৬:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের— ডিএমপি কাউন্টার টেরোরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ রাজীবুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়,জনস্বার্থে সরকার মনে করে যে উপ-পুলিশ কমিশনার শেখ রাজীবুল হাসানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। এ প্রেক্ষিতে,সরকারি চাকরি আইন অনুযায়ী ২০২৫ সালের ২৫ আগস্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়,বরখাস্তকালীন সময় শেখ রাজীবুল হাসান সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধান অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন।
প্রজ্ঞাপনে শেখ রাজীবুল হাসানকে বরখাস্তের পেছনে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।