শিরোনাম:
খিলক্ষেতে ৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

- আপডেট: ১১:২৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তির নাম, মোহাম্মদ ইয়াছিন (৩৩)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নিকুঞ্জ-১ এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবির রমনা বিভাগের একটি দল।
বুধবার ( সেপ্টেম্বর) ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নিকুঞ্জ-১ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।