নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৫৭

- আপডেট: ০৩:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩৫৭ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ছেষট্টি লক্ষ চল্লিশ হাজার ছয়শত ষাট মিটার অবৈধ জাল,২ হাজার তিনশত ষাট কেজি মাছ, ১২০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২২৮ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৬ টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ২৫৭ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ২৭টি মৎস্য আইন,১৮ টি বেপরোয়া গতি,৩টি বালুমহাল আইন,১৫ টি অপমৃত্যু,২ টি চুরি ও চোরাইমাল সংক্রান্ত মামলা,৫ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১টি সামুদ্রিক মৎস্য আইন,১ টি বিশেষ ক্ষমতা আইন,১ টি ডাকাতি এবং ৩টি হত্যা মামলাসহ মোট ৭৮টি মামলা দায়ের করা হয় এবং ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।