মোহাম্মদপুর ও আদাবরে সাড়াশি অভিযানে গ্রেফতার ২৭

- আপডেট: ০৬:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো,জুয়েল (২৮), আলামিন (২০),সজীব (২৯),মানিক রাব্বি রাকিব খান ওরফে চায়না রাকিব (২২),রাজিব (২২),মিরাজ ওরফে মেরিন (২৫),ইসমাইল ওরফে অপু (২৪),মেহেদী হাসান (২৮),আমির (২১),ইমদাদুল (২৬),কাজল (২৮),আশরাফুল ইসলাম (২৬),জাহিদ (২০) ও সাজ্জাদ (৩২)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে-২ জন,ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, মাদক মামলায় ১ জন,চুরি এবং পরোয়ানা সহ ১ জন,ডিএমপি ভুক্ত ৬ জন,সাজা পরোয়ানা ১ জন।
গ্রেফতারকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট,২ টি সামুরাই উদ্ধার করা হয়।
আদাবর থানা এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো,মো.জনি (২৫),মো.রনি (২৮),ওসমান (১৯),রেজওয়ান ওরফে মেনশন হৃদয় (২১),মো.রাজু ওরফে কাটাপ্পা রাজু (২৭), মো.নাজির হাওলাদার (২৬),মো.আলামিন ইসলাম (২০), মো.লুৎফর রহমান (২৬),আবুল কালাম আজাদ ওরফে কন্ডি (১৯),মোছা.রিনা বেগম (৩৫),মোছা.মরিয়ম বেগম (২১), মো. শহীদ (২১) ও মো.মানিক (২২)। এদের মধ্যে ১-১১ পর্যন্ত পুলিশ এসল্ট মামলায়,১২ও ১৩ ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকালে ৪ টি চাপাতি উদ্ধার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,বুধবার (৩ সেপ্টেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
অন্যদিকে একইদিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ ও ডিবি তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।