০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে গণপিটুনিতে ‘রক্তচোষা জনি’ গ্রুপের দুই ছিনতাইকারী নিহত

  • আপডেট: ০৩:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান,ছিনতাইকারীদের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এ ঘটনার আশ্রয় নেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– হানিফ ও সুজন। এছাড়া আহত শরীফ ও জুয়েল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফ ও সবুজকে মৃত ঘোষণা করেন। আহত শরীফ ও জুয়েল পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহত-আহতরা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান,মঙ্গলবার মধ্যরাত থেকে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই চালায়। ভোরে আবারও একই স্থানে ছিনতাই করতে আসলে চারজনকে ঘেরাও করে গণপিটুনি দেওয়া হয়।

তারা আরও অভিযোগ করেন,আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকার কিশোর গ্যাং নেতা জনি ওরফে “রক্তচোষা জনি”-র ঘনিষ্ঠ সহযোগী। এরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত ছিনতাই করে আসছে

বাসিন্দাদের দাবি,দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ছিনতাই করলেও পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে এ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। গ্রেফতারের পর জামিনে বের হয়েই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে গণপিটুনিতে ‘রক্তচোষা জনি’ গ্রুপের দুই ছিনতাইকারী নিহত

আপডেট: ০৩:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান,ছিনতাইকারীদের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এ ঘটনার আশ্রয় নেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– হানিফ ও সুজন। এছাড়া আহত শরীফ ও জুয়েল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফ ও সবুজকে মৃত ঘোষণা করেন। আহত শরীফ ও জুয়েল পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহত-আহতরা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান,মঙ্গলবার মধ্যরাত থেকে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই চালায়। ভোরে আবারও একই স্থানে ছিনতাই করতে আসলে চারজনকে ঘেরাও করে গণপিটুনি দেওয়া হয়।

তারা আরও অভিযোগ করেন,আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকার কিশোর গ্যাং নেতা জনি ওরফে “রক্তচোষা জনি”-র ঘনিষ্ঠ সহযোগী। এরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত ছিনতাই করে আসছে

বাসিন্দাদের দাবি,দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ছিনতাই করলেও পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে এ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। গ্রেফতারের পর জামিনে বের হয়েই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে।