মাদারীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারকে পুলিশি সম্মাননা

- আপডেট: ০৫:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের প্রতি সম্মাননা ও প্রীতি উপহার প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বুধবার(১০ সেপ্টেম্বর) অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডিআইজি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং যেকোনো ধরনের আইনী সহায়তা প্রদানের জন্য আশ্বস্ত করেন।
এ সময় মাদারীপুর জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ডিআইজি মহোদয় জলজ পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে শিবচর থানা চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং স্থানীয় জনগণের জন্য পুলিশি সহায়তা আরও দৃঢ়ভাবে নিশ্চিত করার লক্ষ্য প্রকাশ পেয়েছে।