আনসার-ভিডিপির জন্য ল্যাবএইডে স্বাস্থ্যসেবা: সারা দেশে ৩২টি শাখায় মিলবে বিশেষ সুবিধা

- আপডেট: ১০:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য দেশে প্রথমবারের মতো ল্যাবএইড গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাহিনী। এর ফলে আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত সাধারণ আনসার, ভিডিপি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সারা দেশে ল্যাবএইডের ৩২টি শাখায় উন্নত চিকিৎসাসেবা পাবেন অগ্রাধিকার ভিত্তিতে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাহিনীর সদর দপ্তরে এই স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম।
চুক্তির আওতায় ডোপ টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো, ইটিটিসহ আধুনিক পরীক্ষাসেবা ছাড়াও হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগীয় চিকিৎসায় মিলবে বিশেষ ছাড়।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেন, ‘ল্যাবএইডের সঙ্গে এই অংশীদারিত্ব আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করল। এটি কেবল শুরু, ভবিষ্যতে আমরা এই সেবাকে আরও সম্প্রসারিত করতে চাই।’
ল্যাবএইডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম জানান, আনসার ও ভিডিপি সদস্যদের জন্য আমরা শিগগিরই দেশের প্রতিটি শাখায় বিশেষায়িত চিকিৎসা সেবা চালু করব।
প্রসঙ্গত, এর আগে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের সঙ্গে ‘সুখী’ অ্যাপের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ নিয়েছে বাহিনী। এবার ল্যাবএইডের সঙ্গে চুক্তি সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।