১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জিএম কাদেরসহ জাপার ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মামলা

  • আপডেট: ০৯:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট বাদী হয়ে মঙ্গলবার রমনা থানায় মামলাটি করেন। এতে আরও অন্তত ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, জাতীয় পার্টির কর্মী সোহাগ খান, মিজানুর রহমান, শামীম আহমেদ, মো. সোলায়মান হোসেন, জাতীয় পার্টির গৌরনদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার, জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনীম বিন আজিজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদত হোসেন, জাতীয় পার্টি মতিঝিল থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা ও জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান।

মামলার এজহারে বলা হয়, ‘ফ্যাসিস্টের’ দোসর জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আওয়ামী রেজিমের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে গত ২৯ আগস্ট নুরুল হক নুরের নেতৃত্বে আল-রাজী কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে নুরুল হক নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে জাতীয় পার্টির অফিস সংলগ্ন নাইটিংগেল মোড়ের দিকে গেলে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন জয় বাংলা স্লোগান দিয়ে পেছন থেকে হামলা করে। এতে বাদীসহ তার দল গণঅধিকার পরিষদের প্রায় ২০-৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জিএম কাদেরসহ জাপার ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মামলা

আপডেট: ০৯:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট বাদী হয়ে মঙ্গলবার রমনা থানায় মামলাটি করেন। এতে আরও অন্তত ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, জাতীয় পার্টির কর্মী সোহাগ খান, মিজানুর রহমান, শামীম আহমেদ, মো. সোলায়মান হোসেন, জাতীয় পার্টির গৌরনদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার, জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনীম বিন আজিজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদত হোসেন, জাতীয় পার্টি মতিঝিল থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা ও জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান।

মামলার এজহারে বলা হয়, ‘ফ্যাসিস্টের’ দোসর জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আওয়ামী রেজিমের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে গত ২৯ আগস্ট নুরুল হক নুরের নেতৃত্বে আল-রাজী কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে নুরুল হক নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে জাতীয় পার্টির অফিস সংলগ্ন নাইটিংগেল মোড়ের দিকে গেলে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন জয় বাংলা স্লোগান দিয়ে পেছন থেকে হামলা করে। এতে বাদীসহ তার দল গণঅধিকার পরিষদের প্রায় ২০-৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।