ঢাকায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- আপডেট: ১০:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২),সাবেক ছাত্রলীগের সদস্য মো.মিরাজ (৩১),ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪),সাবেক ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান (৩৮),কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.তারিকুল ইসলাম (৩৬),ইলিয়াছ মির্জা জাবেদ (৩০),নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০),রায়হান উদ্দিন রিহান (২২) ও আবু বকর সিদ্দিক (২০)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ও শেরেবাংলা নগরের শিশু মেলা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরে শাপলা চত্বর এলাকায় প্রায় ১২০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানারসহ আনোয়ারুল হক সেলু ও মো.মিরাজকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইদুল ইসলাম শাকিল, আরিফুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,একই দিন সকালে শেরেবাংলা নগরের শিশু মেলা মোড়ে তল্লাশির সময় গ্রেফতার এড়াতে আওয়ামী লীগ কর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ ইলিয়াছ মির্জা জাবেদ,নাঈম ও ছাব্বির হোসেন রাব্বিকে গ্রেফতার করে। এরপর মোটরসাইকেলে আসা তাদের সহযোগীরা আরও ককটেল বিস্ফোরণের চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ করে এবং রায়হান উদ্দিন রিহান ও আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।





















