যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ হাজার ইয়াবা, ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
																
								
							
                                - আপডেট: ০৭:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০১৯
 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো.স্বপন,মো.রাব্বি,মো.মুন্না ও মো.মামুন।
শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্ট ও হারুন চেয়ারম্যানের বাড়ির পেছনের রাস্তায় পৃথক অভিযানে মাদকসহ আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান তালুকদার।
তিনি জানান,এদিন সকাল ৭টা ১৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ইনকামিং কুতুবখালী পকেট গেইট এলাকা থেকে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ মো.মামুনকে গ্রেফতার করা হয়। একইদিন হারুন চেয়ারম্যানের বাড়ির পেছনের সড়ক থেকে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মো.স্বপন,মো.রাব্বি,মো.মুন্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
																			
																		




















