শনির আখড়ায় ৭০ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান, রায়েরবাগে ৫২ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ,গ্রেফতার ৩
																
								
							
                                - আপডেট: ০৭:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০১৯
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় থেকে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন ও রায়েরবাগ এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের সদস্যরা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার(২০ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান,কক্সবাজার থেকে মাদক একটি কাভার্ডভ্যান ঢাকায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন শনির আখড়া এলাকায় অবস্থান নেয় ডিবি মতিঝিল বিভাগের একটি দল। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে কাভার্ডভ্যানটি শনির আখড়া এলাকায় আসলে সেটিতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।
ডিসি তালেবুর রহমান জানান,এ অভিযানের সময় মাদকের সাথে জড়িত দুই মাদক কারবারি ও মাদক পরিবহন ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
এছাড়া আজ সকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের আরেকটি দল ঢাকা চট্রগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা,একটি পিকআপসহ আরও একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
																			
																		




















