মোহাম্মদপুরে বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার গ্রেফতার ৩
																
								
							
                                - আপডেট: ০১:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০২০
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার করেছে। এসময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শেরে বাংলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর থানা পুলিশের একটি বিশেষ টিম বাবর রোড-গজনবি রোড এলাকার জেনেভা ক্যাম্পের সন্নিকটে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হোসেন (১৮),শফিক (২০) ও শাহীন (৩৫) নামের তিন মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় ১২ হাজার পুরিয়া হেরোইন, যার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা,৮০০ গ্রাম বিস্ফোরক গানপাউডার,৬টি ককটেল বোমা এবং একটি ধারালো তলোয়ার। পরবর্তীতে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিরাপদে সরিয়ে নেয়।
আটককৃতদের এবং উদ্ধারকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের সন্ধান পাই। সাথে সাথেই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করি। এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। যৌথবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।”
																			
																		




















