ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ধরিয়ে দিলে পুরস্কার: ছড়িয়ে পড়া পোস্ট নিয়ে যা জানালো ডিএমপি
																
								
							
                                - আপডেট: ০১:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০২০
 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল থেকে কাউকে ধরে দিলে জনপ্রতি ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে—এমন একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
এ প্রসঙ্গে ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান,ছড়িয়ে পড়া পোস্ট নিয়ে তার কাছে তথ্য না থাকলেও যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান পুলিশে রয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তালেবুর রহমান বলেন,“একটা বিষয় অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে। স্বাভাবিকভাবে কোনো অফিসার যদি কোনো ভালো কাজ করে,ভালো কাজের জন্য আমরা সবসময় উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কার দেওয়ার বিধান আইনিভাবে রয়েছে। এছাড়া বিভিন্নভাবে উৎসাহিত করার বিধানও আছে।”
তিনি আরও বলেন,“মিছিল থেকে কাউকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে—এ বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে,এবং সেটা আইনের নিয়মের মধ্যেই আমরা করে থাকি।”
																			
																		




















