১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃবিদ্যালয় গণিত উৎসব-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট: ১০:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে প্রথম আন্তঃবিদ্যালয় গণিত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এই আয়োজনে গণিতকে আনন্দমুখর ও সৃজনশীলভাবে উপস্থাপন করার লক্ষ্যে আয়োজন করা হয় নানান আকর্ষণীয় প্রতিযোগিতা। যেমন-ম্যাথ মিম প্রতিযোগিতা,জ্যামিতিক শিল্প প্রতিযোগিতা,ট্রেজার হান্ট,হিউম্যান ক্যালকুলেটর চ্যালেঞ্জ ও সুডোকু প্রতিযোগিতা। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে এসব ইভেন্টে অংশ নেয়।

উৎসবের প্রধান অতিথি ছিলেন টেলিখাতা ও টেলিপে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শাদাত খান, পিএইচ.ডি.এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ কায়কোবাদ, পিএইচ.ডি.। তারা শিক্ষার্থীদের গণিতকে ভয়ের বিষয় না ভেবে আনন্দের সঙ্গে শেখার আহ্বান জানান।

আয়োজকরা বলেন,গণিত উৎসবটি শিক্ষার্থীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা,যেখানে তারা প্রতিযোগিতার পাশাপাশি দলগত কাজ,সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তার অনুশীলনের সুযোগ পেয়েছে। তারা অংশগ্রহণকারী সকল বিদ্যালয়,শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

শেষ দিনে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃবিদ্যালয় গণিত উৎসব-২০২৫ অনুষ্ঠিত

আপডেট: ১০:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে প্রথম আন্তঃবিদ্যালয় গণিত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এই আয়োজনে গণিতকে আনন্দমুখর ও সৃজনশীলভাবে উপস্থাপন করার লক্ষ্যে আয়োজন করা হয় নানান আকর্ষণীয় প্রতিযোগিতা। যেমন-ম্যাথ মিম প্রতিযোগিতা,জ্যামিতিক শিল্প প্রতিযোগিতা,ট্রেজার হান্ট,হিউম্যান ক্যালকুলেটর চ্যালেঞ্জ ও সুডোকু প্রতিযোগিতা। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে এসব ইভেন্টে অংশ নেয়।

উৎসবের প্রধান অতিথি ছিলেন টেলিখাতা ও টেলিপে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শাদাত খান, পিএইচ.ডি.এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ কায়কোবাদ, পিএইচ.ডি.। তারা শিক্ষার্থীদের গণিতকে ভয়ের বিষয় না ভেবে আনন্দের সঙ্গে শেখার আহ্বান জানান।

আয়োজকরা বলেন,গণিত উৎসবটি শিক্ষার্থীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা,যেখানে তারা প্রতিযোগিতার পাশাপাশি দলগত কাজ,সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তার অনুশীলনের সুযোগ পেয়েছে। তারা অংশগ্রহণকারী সকল বিদ্যালয়,শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

শেষ দিনে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।