মোহাম্মদপুরে এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা,অতঃপর
- আপডেট: ০২:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন এলাকায় ড্রয়ারে লুকানো ইয়াবাসহ এক এমবিবিএস ডাক্তার এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত দুজন হলেন–এমবিবিএস ডা.নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সাজাহান।
গত ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. উত্তর কার্যালয় অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো.হাসান মারুফ।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর—ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের নির্দেশনায় পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম বসিলা গার্ডেন সিটির শান্তা টাওয়ারের ৩য় তলা ২/বি ফ্ল্যাটে বিকাল ৫টা ৪০ মিনিটে অভিযান চালায়।
অভিযানে দুই স্থানীয় স্বাক্ষী মো.রিয়াজ আহম্মেদ ও মো. শিব্বির আহম্মেদকে সাথে নিয়ে টিম ফ্ল্যাটে প্রবেশ করে। পরবর্তীতে একটি কক্ষ থেকে আটক করা হয় এমবিবিএস ডা. নাফিস সাদিক এবং জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো.সাজাহানকে।
ডিএনসির ডিজি জানান,এসময় জিজ্ঞাসাবাদে ডা. নাফিস প্রথমে অস্বীকার করলেও পরে নিজেই পড়ার টেবিলের ড্রয়ার খুলে ৫০ পিস ইয়াবা বের করে দেন। এসময় তার সঙ্গে থাকা সহযোগীর দেহ তল্লাশী করে আরও ১ হাজার ইয়াবা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি বলেন,দীর্ঘদিন ধরে হাসপাতালের দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ফ্ল্যাটে বসে মাদক ব্যবসায় হাত ছিল কিনা—তা খতিয়ে দেখছে ডিএনসি।
ডিএনসি সূত্র জানায়,ডাক্তার নাফিস সাদিক কীভাবে এবং কতদিন ধরে তার সঙ্গে যুক্ত—তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।




















