রাশিয়ার জাল ভিসা ও টিকেটে কোটি টাকা প্রতারণার ‘হোতা’ গ্রেফতার
- আপডেট: ০২:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১ কোটি ২২ লাখ টাকারও বেশি প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আবদুল্লাহকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সিআইডির হিনিয়াস ক্রাইম ইউনিটের একটি দল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান (মিডিয়া) গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
সিআইডি জানায়,আবদুল্লাহ ও তার সহযোগীরা বহুদিন ধরে কোনো অফিস, ট্রাভেল লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণায় ফেলে আসছিল। তাদের টার্গেট ছিল মূলত রাশিয়ায় চাকরি দিতে আগ্রহী শ্রমপ্রত্যাশীরা। উচ্চ বেতন,দ্রুত ভিসা ও নিশ্চিত বিমান টিকিটের লোভ দেখিয়ে তারা একে একে ২৮ জন ভুক্তভোগীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
সিআইডির প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে,আবদুল্লাহ চক্র প্রথমে ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করত। এরপর ‘অফিস যাচাই’,‘প্রসেসিং চলছে’—এমন অভিনয় করে বিশ্বাস অর্জন করত। ২০২৫ সালের ২ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত চক্রটি ব্যাংকের মাধ্যমে ১,০২,১৫,৩৮০ টাকা এবং নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে।
পরে ২৮ জন যাত্রীকে বনানীর সৈনিক ক্লাব ও শিকদার প্লাজার একটি অফিসে ডেকে এনে রাশিয়ার ভিসা ও বিমান টিকিট দেওয়া হয়। প্রথমে ভুক্তভোগীরা সবকিছু বৈধ ভেবে আশ্বস্ত হন। তবে দুই দিন পর অনলাইনে যাচাই করে দেখা যায়—সবই জাল কাগজপত্র।
এরপর ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবি জানালে আবদুল্লাহ ও তার সহযোগীরা নানা অজুহাতে সময়ক্ষেপণ এবং ভয়ভীতি প্রদর্শন করে। নিরুপায় হয়ে ভুক্তভোগীদের একজন বনানী থানায় করেন। মামলাটি পরবর্তীতে সিআইডি তদন্তের দায়িত্ব গ্রহণ করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ তার প্রতারণামূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে।




















