ঢাকা বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ আটক ১
- আপডেট: ১১:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এপিবিএন-এর নিয়মিত টহলকালে সন্দেহজনক অবস্থায় পালানোর চেষ্টা করায় তাকে আটক করা হয়।
এপিবিএন জানায়,আটক ব্যক্তিকে অফিসে এনে শরীর তল্লাশি করলে তার গলায় ঝুলানো হজ্জে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে মোট ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ক্যারেটমান ২১,২২ এবং ২৪। স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানায়,বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ এনে তার কাছে হস্তান্তর করত। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন।
এপিবিএন সূত্র জানায়,চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ইউনিটটি।
এ ঘটনায় নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর ২৫/বি (১)(বি) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, চোরাচালান রোধে এপিবিএন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমরা সবসময়ই তৎপর। বিমানবন্দর ব্যবহারের মাধ্যমে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমাদের অভিযান চলমান থাকবে।





















